রাজধানীর কুড়িলে আবারও বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। কয়েকদিন আগেও একই দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শ্রমিকরা কুড়িল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এসময় ইনকামিং ও আউটগোয়িং উভয় দিকের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়, কুড়িল এলাকায় ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় পাঁচ থেকে ছয়শ শ্রমিক পুনরায় বেতন-ভাতার দাবিতে রাস্তায় নেমে আসেন। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে প্রায় ২০০ শ্রমিক অবরোধ তৈরি করেন, যার কারণে ওই সড়কেও যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।