আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের জন্য ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় এবার সবাই নারী। নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো সব ম্যাচ অফিসিয়াল নারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তালিকায় রয়েছেন মোট ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি। এর মধ্যে বাংলাদেশের গর্ব হিসেবে জায়গা করে নিয়েছেন সাথিরা জাকির জেসি। তিনি একমাত্র বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
এছাড়া আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লেয়ার পোসাক, জ্যাকুলিন উইলিয়ামস, সু রেডফার্ন, লরেন অ্যাগেনবাগ, কিম কটনসহ আরও অনেকে। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, “এটি নারী ক্রিকেটের জন্য এক মাইলফলক। এটি কেবল একটি নতুন দৃষ্টান্ত নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।”
ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা
আম্পায়ার: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বৃন্দা রাঠি, ক্যান্ডেস লা বোর্দে, সু রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিডান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন, সারাহ ড্যামনেভানা।
ম্যাচ রেফারি: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা।