ফেনীর ফুলগাজীতে প্রবাসে যাওয়া বন্ধুর বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৯ কিশোরকে আটক করে পুলিশ। তবে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে ভোরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে। স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী ১৩ সেপ্টেম্বর জীবিকার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন। তার বিদায়ের আগে বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়া ও আড্ডার আয়োজন করেন তিনি।
অনুষ্ঠান চলাকালে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন ওই কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে সন্দেহ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
পরে রাতভর যাচাই-বাছাই শেষে ভোরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।
এক কিশোরের অভিভাবক অভিযোগ করে বলেন, “শুধু বন্ধুর প্রবাস গমনের অনুষ্ঠানে যোগ দিতে আমার ছেলে সেখানে যায়। রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না থাকলেও কিছু নেতা তাদের ছাত্রলীগ সাজিয়ে আটক করিয়ে হয়রানি করেছেন।”
অভিযোগের বিষয়ে গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “তাদের মধ্যে একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আমি কেবল পুলিশকে বিষয়টি জানিয়েছি। টাকার দাবি বা আমার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ সত্য নয়।”
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটক কিশোরদের নামে থানায় কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। যাচাই শেষে ভোরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।