Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়কে স্থবিরতা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়কে স্থবিরতা


গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একটি সুতা তৈরির কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও মালিকদের পাওয়া যায়নি। চীনা মালিক পরিচালিত ওই কারখানায় দীর্ঘদিন তাদের অনুপস্থিতির কারণে বকেয়া মজুরি পরিশোধ হয়নি। তাই বৃহস্পতিবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বেতন দাবিতে সড়কে অবস্থান নেন।

নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, “আমাদের অন্য কোনো দাবি নেই, শুধু বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।”
আরেক শ্রমিক সুরুজ মিয়া জানান, “বেতন না দিলে ঘরভাড়া দিতে পারব না। মালিক ঘর থেকে বের করে দেবে। স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় থাকতে হবে।”

বিক্ষোভের কারণে ব্যস্ততম মহাসড়ক দু’টিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments