Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিরবীন্দ্রনাথ হলে জাকসু নির্বাচনের সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

রবীন্দ্রনাথ হলে জাকসু নির্বাচনের সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকা একটি কক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে।

হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) ইংরেজি বিভাগের শিক্ষার্থী। অবৈধভাবে হলে অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “আমি রাতে ক্যাম্পাসে আসি। শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়েছি।”
আবাসিক হলে অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “না, কোনো অনুমতি নেই।”

আটকের পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে হাফিজুর রহমানকে হস্তান্তর করা হয়। হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments