রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রাশিদা পারভীন হ্যাপি (৪৫) বুধবার ভোরে মৃত্যু করেছেন। হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ভর্তি হন।
হ্যাপি নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল ভর্তি হওয়ার আগে তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। রোগীর ডান পেটে এবং শরীরে ব্যথা ছিল। রাত ১১টা ৩৫ মিনিটে তাকে ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বুধবার ভোর ৪টায় অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তরিত করা হলে তার মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।