ওমানকে পরাজিত করে ভারতকে সতর্কবার্তা দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। রোববার অনুষ্ঠিতব্য হাই-ভোল্টেজ এশিয়া কাপ ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক লড়াইয়ের সংকেত দিয়েছেন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল ওমানের বিপক্ষে পাকিস্তান জয় পেলেও ব্যাটিংয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি দল। ১৬০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে পাকিস্তান মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৯৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সালমান আগার দল।
জয়ের পর আগা আত্মবিশ্বাসী। তিনি বলেন, “গত দু’-তিন মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছি। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো দলকে হারাতে পারি আমরা।”
তিনি ভারতকে অবশ্য গুরুত্ব দেন, কিন্তু অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন না। দলের সকল ক্রিকেটার পরপর জয়ের কারণে আত্মবিশ্বাসী। ইতিবাচক মানসিকতা নিয়েই তারা ভারত দলের বিরুদ্ধে মাঠে নামবেন।
তবে ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিংয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। মোহাম্মদ হ্যারিস (৪৩ বলে ৬৬) ছাড়া আর কেউ গুরুত্বপূর্ণ রান করতে পারেননি। পাঁচ ব্যাটার দু’অঙ্কের রানও করতে ব্যর্থ হয়েছেন। ওপেনার সাইম আয়ুব ও আগা নিজেও শূন্য রানে আউট হয়েছেন।
অন্যদিকে, ভারত সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ৯৩ রানে জয় নিশ্চিত করেছে। রোববার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।