Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যচট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।

পটিয়া থানার পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে উপজেলায় গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০)। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। জমিতে কাজ করতে যাওয়ার সময় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এরপর দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘিরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপভ্যানের চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মোহাম্মদ কিবরিয়ার ছেলে। পুলিশ বাসটিও জব্দ করেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments