জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুল আদিব, জিতুর থেকে প্রায় ৮০০ ভোট কম পেয়েছেন। এই তথ্য একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সাধারণ সম্পাদক (জিএস) পদে একচ্ছত্র আধিপত্যে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক (নারী) এবং সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে এগিয়ে আছেন যথাক্রমে আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।
এদিকে, জাকসু নির্বাচনে ভোট কারচুপি বা জালভোটের কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরি ছাড়বেন এবং পেনশনের টাকা গ্রহণ করবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ সংক্রান্ত এক সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাকসু নির্বাচনের শেষ তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত ২১ কেন্দ্রের মধ্যে ১৯টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রে এখনো গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে এবং সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে।