ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০) পরিবারকে ঢাকার ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ শুক্রবার রাতে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
জিএস এসএম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি দুই সন্তান রেখে গেছেন—বড় ছেলে আয়াত চার বছরের এবং ছোট ছেলে আজমীন দেড় বছরের।”
ফরহাদ আরও লিখেছেন, চার বছরের আয়াত নিজে বলে, ‘আমার বাবা আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ তাঁকে সুন্দর একটি জায়গায় রেখেছেন। এখন আমি মা ও ছোট ভাইয়ের খোঁজখবর রাখবো।’
তিনি জানান, প্রাথমিকভাবে শিশুদের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরিবারের পাশে থাকা হবে। শিবলীর সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন।
শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের পর কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।