Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeবিনোদনভালো কিছু করলেও সমালোচনা আসে: মাহি ব্যাক্তিগত ভাব প্রকাশ

ভালো কিছু করলেও সমালোচনা আসে: মাহি ব্যাক্তিগত ভাব প্রকাশ

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। যদিও ক্যারিয়ারে সফল, তিনি প্রায়ই নিজের নানাবিধ কর্মকাণ্ডের কারণে বিতর্কের মুখে থাকেন। এমন এক সময়ে মাহি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুরে ফেসবুকে মাহি লিখেছেন, “আজকাল আমি ২৪ ঘণ্টা ভয়ে কাটাই। প্রাকৃতিক দুর্যোগ বা সাধারণ সমস্যার কারণে নয়, বরং মানুষের কারণে। সময় যেন মানুষকে একেবারে অন্যরকম করে দিয়েছে। চারপাশ এখন শুধু প্রতিযোগিতা, হিংসা ও নেতিবাচকতা। মানুষ একে অপরকে বোঝার বদলে শুধুই দোষ ধরতে শিখেছে। ভালো কিছু বললে বা করলে প্রশংসার বদলে সমালোচনা আসে।”

মাহী আরও যোগ করেছেন, “আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখে কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার ও হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানে পরিবার, এখন সেখানে দূরত্ব অনুভূত হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মানুষ আজ মানুষকেই ভয় পায়।”

তিনি লিখেছেন, “আমরা আমাদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুক্তিই ফিরবে। এই কি সেই সমাজ, যার জন্য আমরা এত সংগ্রাম করেছি? কোথায় হারিয়ে গেছে মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?”

মাহির এই পোস্টে অনেক ভক্ত একমত হলেও অনেকে তা গুরুত্বসহকারে নেননি। কেউ কেউ পোস্টে হাসির প্রতিক্রিয়া দিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, “কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।”

এর জবাবেও মাহি লিখেছেন, “কারণ ওদের জীবনটাই একটা হা হা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments