‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র শুভ ও অন্তরার রসায়ন এখনও দর্শকের মনে গেঁথে আছে। ধারাবাহিকে এ দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। এবার দীর্ঘদিন পর নাটকের বাইরে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে একসঙ্গে দেখা গেল তাদের।
শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন মিশু সাব্বির। ছবিতে দেখা যায়, কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পাশাপাশি নানান ভঙ্গিতে একসঙ্গে ছবি তুলেছেন তারা। ক্যাপশনে মিশু লিখেছেন— “অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।”
ছবিগুলো ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। অনেকে লিখেছেন— “ব্যাচেলর পয়েন্টে আবার তাদের একসঙ্গে দেখতে চাই।” কেউ কেউ মন্তব্য করেছেন, “বাস্তব জীবনেও শুভ-অন্তরার রসায়ন দারুণ লাগছে।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিশু সাব্বির পরিবার নিয়ে কানাডায় অবস্থান করছিলেন এবং সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার মালয়েশিয়ায় ফারিয়া শাহরিনের সঙ্গে একসঙ্গে ভ্রমণের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন এই জনপ্রিয় অভিনেতা।