Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, যুগপৎ আন্দোলনের হুঁশিয়ারি চরমোনাই...

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, যুগপৎ আন্দোলনের হুঁশিয়ারি চরমোনাই পীরের


জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে চেয়েছিল। শেখ হাসিনার পতন সেই সংগ্রামের একটি ধাপ হলেও এখনো সংবিধান সংস্কার হয়নি এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি। অথচ তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দেশকে আবারও পুরোনো দুষ্টচক্রের হাতে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার শোকে দিন কাটাচ্ছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা ভোগান্তিতে আছে। অথচ ফ্যাসিবাদী শক্তির বিচার এগোয়নি, বরং তাদের সহযোগীরা আবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিচ্ছে। এতে জুলাই অভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন হচ্ছে।

চরমোনাই পীর স্পষ্ট করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মেনে নেবে না। জুলাইয়ে যেমন সাহসিকতার সঙ্গে রাজপথে নেমেছিল, আবারও সেই শপথে মাঠে নামবে দলটি।

এসময় তিনি ৩ দফা দাবি উত্থাপন করেন—
১. জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা।
২. ফ্যাসিবাদী শক্তির দ্রুত বিচার ও সহযোগীদের রাজনীতিতে পুনঃপ্রবেশ রোধ।
৩. পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

তিনি জানান, এসব দাবির ভিত্তিতে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি ঘোষণা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments