নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “উপদেষ্টা পরিষদ খুবই স্পষ্টভাবে জানাচ্ছে, ফেব্রুয়ারিতে যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন।”
তিনি আরও বলেন, “অতীতে যেভাবে সরকার পরিচালিত হয়েছে, ভবিষ্যতে সেরকম কোনো সরকার হবে না। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের সময় সম্পূর্ণ দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।”