মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। নিহতদের মধ্যে কিশোরও রয়েছে।
আরাকান আর্মির দাবি, শুক্রবার গভীর রাতে কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি স্কুলে জান্তা বাহিনী বিমান হামলা চালায়। এতে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ জন শিক্ষার্থী নিহত ও অন্তত ২২ জন আহত হন। সংগঠনটি এই হত্যাকাণ্ডের জন্য জান্তা বাহিনীকে দায়ী করে শোক প্রকাশ করেছে। তবে সেনা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় একটি যুদ্ধবিমান থেকে স্কুল ভবনে ৫০০ পাউন্ড ওজনের দুটি বোমা নিক্ষেপ করা হয়। এতে মুহূর্তেই ভবন ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলা রাখাইনে ক্রমবর্ধমান সহিংসতার স্পষ্ট বহিঃপ্রকাশ। এতে শিশু ও তাদের পরিবারকে ভয়াবহ মাশুল দিতে হচ্ছে।
রাখাইনে আরাকান আর্মি ও জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। গত এক বছরে বিদ্রোহী গোষ্ঠীটি ওই অঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘাত দীর্ঘদিনের হলেও ২০২১ সালের অভ্যুত্থানের পর তা আরও তীব্র হয়। অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং হ্লেইং ক্ষমতা দখল করার পর দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে জান্তাবিরোধী সশস্ত্র আন্দোলনে রূপ নেয়।
বর্তমানে জান্তা বাহিনী শুধু রাখাইন নয়, দেশজুড়েই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা ও কামানের গোলা ছুড়ে বেসামরিকদের টার্গেট করছে।