Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিলন্ডনে মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মীদের হামলার চেষ্টা ব্যর্থ

লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মীদের হামলার চেষ্টা ব্যর্থ

লন্ডনে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের কর্মীরা। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সেদিন লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। বিকেল চারটায় তিনি প্রথম অনুষ্ঠান হিসেবে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস)-এ যোগ দেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সোয়াস ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে আসার সময় ১৮ জন আওয়ামী লীগ কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিলেও উপদেষ্টার গাড়িতে কোনো বাধা সৃষ্টি হয়নি। আগে থেকেই পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় তিনি নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করেন। তবে প্রবেশের পর পার্কিং এলাকায় অপেক্ষমাণ গাড়ির ওপর দুষ্কৃতকারীরা ডিম নিক্ষেপ করে।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম ও হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন। পরে যখন হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হয়, তখন কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং গাড়িগুলোতে ডিম ছোড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে প্রতিবন্ধকতাকারীদের সরিয়ে দেয়।

পরে সন্ধ্যা সাড়ে সাতটায় মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments