হংকংকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে এবার আসল পরীক্ষা অপেক্ষা করছে আজ (শনিবার), যখন আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ম্যাচকে ঘিরে মূল আলোচনার কেন্দ্রবিন্দু—বাংলাদেশের একাদশ কেমন হবে?
বোলিং আক্রমণে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং লাইনআপে আসতে পারে একটি রদবদল। সমালোচনায় থাকা তাওহীদ হৃদয়ের বদলে একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে। হংকংয়ের বিপক্ষে ৩৬ বলে ৩৫ রানের ইনিংস খেলে সমালোচনার মুখে পড়েছেন হৃদয়, যিনি নিজেও স্বীকার করেছেন কিছুটা কঠিন সময় পার করছেন। তবে আশা করছেন শিগগিরই ফিরবেন পুরোনো ছন্দে। অন্যদিকে সাইফ নেদারল্যান্ডস সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তাই তার একাদশে জায়গা পাওয়া অসম্ভব নয়।
গত এক দশকে টি-টোয়েন্টিতে ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সমান ৮টি করে জয় দুই দলের ঝুলিতে। সর্বশেষ জুলাইয়ে লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডালাসে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক এসব ম্যাচে বাংলাদেশি বোলাররা শুরুতেই লঙ্কানদের চাপে ফেলতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।