Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরআলোচিত ইসলামি বক্তা মুফতি তাহেরীর নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের

আলোচিত ইসলামি বক্তা মুফতি তাহেরীর নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়ার উদ্যোগে করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত জশনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলাটি ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় রেকর্ড করা হয় এবং এতে দৌলতবাড়ি দরবার শরিফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি হিসেবে নামজাদা করা হয়েছে। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

ঘটনার পর গত বুধবার ভোরে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি মো. জাকির হোসেন জাক্কু (৫৫) ও ১৩ নম্বর আসামি মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments