বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জানিয়েছেন, ২০ আগস্ট সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ডাকসু নির্বাচনে তার নাম ঘোষণা হলে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে ভর্তি হওয়ার পর থেকে তিনি প্রতিটি দিন সংগ্রামে কেটেছে। ছাত্রলীগের দখলদারিত্ব ও অত্যাচারের বিরুদ্ধে, সহপাঠী ও অন্য তরুণদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে তিনি স্লোগান দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসে রংপুরের শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিমের মতো সাহসী নেতাদের পথ অনুসরণ করে ঢাকা ও শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে বুলেটের সামনে নিঃভয়ে প্রতিরোধ করেছেন।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি পদপ্রার্থী হিসেবে ১৯ আগস্ট রাত পর্যন্ত অভ্যন্তরীণ দায়িত্বশীল নেতৃবৃন্দের ভোটাভুটি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মনোনীত হওয়া এবং ২০ আগস্ট নাম ঘোষণা হওয়ায় তিনি দায়িত্বের ভারে প্রথমে আতঙ্কিত ছিলেন। তিনি কৃতজ্ঞতা জানান ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, কর্মচারী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থন দেওয়া সকলের প্রতি।
আবিদুল ইসলাম খান বলেন, “অসংখ্য প্রতিকূলতার মধ্যেও আপনারা আমার পাশে ছিলেন। সংগ্রাম শেষ হয়নি। অনৈতিকতার বিরুদ্ধে নৈতিকতার লড়াই চলবে এবং দায়িত্ব পালনে স্বার্থকতা নিহিত। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়।”