জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম। তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন।
জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা এবং মাজহারুলের ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজ তার ভাইয়ের জয় উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন—‘আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস’। ফাইয়াজ লেখেন, একদিন তিনি আম্মুকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে?” কোনো দ্বিধা ছাড়াই আম্মু বলেছিলেন, ‘ফাহিম’। সেই ফাহিম আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।
ফাইয়াজ আশা প্রকাশ করেন, তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস, অধিকার রক্ষা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন। তিনি উল্লেখ করেন, মাজহারুল বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফাইয়াজ জানান, আন্দোলনের সময় মাজহারুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাকে ধরার চেষ্টা হলেও তার কৌশলের কারণে তা সম্ভব হয়নি। ফাইয়াজ পোস্টে আরও লিখেছেন, “সবাই দোয়া করবেন, যেন আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ যেন তার লক্ষ্য ও উদ্দেশ্য পূর্ণ করেন।”
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, জুলাই আন্দোলনের সময়ে ফাইয়াজের এক ছবি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রিজনভ্যান থেকে নামানো কিশোরটি দুই হাত সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন ফাইয়াজ ছিলেন মাত্র ১৭ বছর বয়সের ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মাজহারুল ইসলাম তার বড় ভাই, ডাকনাম ফাহিম।