আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ তথ্য শনিবার (১৩ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিমের উজান এলাকায় বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। ধরলা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও তিস্তা নদী আগামী তিন দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও কিছুদিনে তা বৃদ্ধি পেতে পারে, তবে বিপৎসীমার নিচে থাকবে। গঙ্গা ও পদ্মার পানি বেড়লেও তা বিপৎসীমা অতিক্রম করবে না।
সুরমা-কুশিয়ারা নদীর পানি এবং সিলেট অঞ্চলের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম অঞ্চলের সাঙ্গু নদীর পানি ইতোমধ্যেই বেড়েছে। মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরীর পানি সাময়িক হ্রাস পেলেও পুনরায় বৃদ্ধি পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।