ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভারী বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪-৮৮ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ঢাকার অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এবং বুধবার (১৭ সেপ্টেম্বর) একই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের আটটি বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।