নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, গত সপ্তাহে জেন-জি বিক্ষোভের সময় ঘটানো অগ্নিসংযোগ ও ভাঙচুর দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ। শুক্রবার তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হন। রোববার (১৪ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কার্কি এই মন্তব্য করেন।
দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ঘোষণা করেন এবং সহিংসদের বিচারের নির্দেশের ইঙ্গিত দেন। এছাড়া তার সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বক্তৃতায় কার্কি বলেন, “অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে হবে, সত্য উদঘাটন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন বড় ধরনের পরিবর্তন দেখিনি। এই গোষ্ঠীর দাবি পূরণের জন্য আমাদের সকলকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। তিনি জানিয়েছেন, নিজে ইচ্ছা করে দায়িত্ব নেননি; জনগণ তার কাছে হস্তক্ষেপের জন্য অনুরোধ করার পরই দায়িত্ব গ্রহণ করেছেন।
কার্কি আরও বলেন, বিক্ষোভের সময় সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স এবং ব্যক্তিগত সম্পত্তি লক্ষ্য করে যে ভাঙচুর হয়েছে, তা তদন্ত করা হবে। তিনি দেশের অর্থনীতির উন্নয়নে সকলে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।