Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeজাতীয়‘ফেব্রুয়ারির পর দায়িত্ব ছাড়ব, তবে তার আগেই মানুষের জন্য কাজ করে যেতে...

‘ফেব্রুয়ারির পর দায়িত্ব ছাড়ব, তবে তার আগেই মানুষের জন্য কাজ করে যেতে চাই’ – অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ


অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের পর দায়িত্ব ছেড়ে দিতে হবে। তবে তার আগেই দেশের মানুষের জন্য কিছু রেখে যেতে চান তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন বলেন, “আমি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছি— সুফল কি আমরা দেখে যেতে পারব? কারণ ফেব্রুয়ারির পর তো আমাদের দায়িত্ব থাকবে না। তবে কিছুটা হলেও দেখতে চাই। প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন, আমাদের উচিত মানুষের জন্য কিছু অবদান রেখে যাওয়া। বাইরে থেকে হয়তো সেটা অনেকে দেখতে পান না, সমালোচনা করেন। কিন্তু আমরা চাই, বিদায়ের আগে অন্তত কিছুটা হলেও আশার আলো দেখাতে।”

তিনি আরও বলেন, “নতুন সরকার আসার পর অনেক সময় লাগবে বুঝতে ও কাজে অভ্যস্ত হতে। তাই আমাদের সুযোগ আছে এখনই মানুষের উপকারে কিছু করার। বিশেষ করে সেবা খাতে সাধারণ মানুষ যাতে হয়রানি থেকে মুক্তি পায়, সেটাই সবচেয়ে জরুরি।”

কর আইনজীবীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “মানুষ সেবা চায়। ভালো সেবা দিলে কেউ তার মূল্য দিতে কৃপণতা করে না। কিন্তু বাস্তবে মানুষ নানা ভোগান্তিতে পড়ে। আমাদের লক্ষ্য হওয়া উচিত— এ ভোগান্তি কমানো।”

টিআরএমএস পুরোপুরি দেশীয় উদ্যোগে তৈরি হওয়ায় প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের কাজে আমাদের বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করার অভ্যাস কমাতে হবে। কারণ তারা এসে অনেক সময় নিজেদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে। দেশীয় উদ্যোগ শুধু ব্যয়সাশ্রয়ী নয়, সবার জন্যই মঙ্গলজনক।”

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে জানান, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন সম্পূর্ণ অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই কর অ্যাপস চালু করা হবে। কর আদায়ের ডিজিটালাইজেশন হলে অডিট প্রক্রিয়াও অটোমেটেড করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম নাসিমূল হাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments