ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা স্থানীয়দের জন্য দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা এই এলাকায় গত ২-৩ বছর ধরে সামান্য বৃষ্টিতেই পানি জমে ঘরবাড়িতে ঢুকে যাচ্ছে। এতে বসবাস, রান্না-বান্না এবং বাচ্চাদের স্কুল যাওয়া সবই কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, তাহমিনা হাসপাতাল থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত এলাকায় পানি জমে আছে, এবং অনেকের বাসার নিচতলাও পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জলাশয় ভরাট, পানির নিষ্কাশনের অনুপস্থিতি এবং অন্যান্য অব্যবস্থাপনার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা বিমল চন্দ্র মণ্ডল বলেন, “জলাশয় ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি বাসায় ঢুকে রান্নাঘর পর্যন্ত তলিয়ে যায়। দৈনন্দিন কাজকর্ম প্রায় অচল হয়ে যায়।”
দূর্লভ সরকার জানান, “বাথরুমের পাইপ উপচে নোংরা পানি বাসায় ঢুকে ভোগান্তি আরও বেড়ে যায়। পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমাধান হয়নি।”
এক স্কুল শিক্ষার্থী অর্থ বলেন, “সরাসরি রাস্তায় পানি উঠে কাদা হয়ে যায়, ফলে স্কুলে যাওয়া অনেক কঠিন।”
সেলিনা আক্তার ইতি, স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য, বলেন, “বৃষ্টিতে ঘরবন্দি হয়ে যেতে হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না, দৈনন্দিন কাজকর্মও খুব কষ্টকর হয়ে যায়।”
ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “জমি সংক্রান্ত জটিলতার কারণে সমস্যা সমাধান করা যায়নি। তবে আমরা একটি পরিকল্পনা করেছি। রাস্তা, ড্রেন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।”