Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকআসামে জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদির

আসামে জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারঙে এক জনসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, জনগণই তার প্রকৃত প্রভু এবং ‘রিমোট কন্ট্রোল’, আর তাদেরকেই তিনি নিজের দুঃখ-কষ্ট জানান। সম্প্রতি তাকে ও প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কটূক্তির প্রসঙ্গ তুলে মোদি দাবি করেন, তিনি ‘শিবভক্ত’ এবং কটূক্তির ‘বিষ’ সহ্য করতে প্রস্তুত। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি আসামের কয়েকটি উন্নয়ন প্রকল্পও উদ্বোধন করেন।

মোদি বলেন, “আমি জানি কংগ্রেস বলবে, মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর, আমার নিয়ন্ত্রক। তাদের কাছে আমি আমার ব্যথা প্রকাশ করি।”

তিনি অভিযোগ করেন, অতীতে কংগ্রেসের নেতারা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিয়ন্ত্রণে ছিলেন এবং বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এখনও গান্ধী পরিবারের ইশারায় চলেন। কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান প্রসঙ্গেও মোদি খাড়গের মন্তব্যের সমালোচনা করেন। এছাড়া মোদি সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে পরাজয়ের পর নেহরু স্বীকার করেছিলেন, উত্তর-পূর্ব ভারতের ক্ষত সারেনি, অথচ বর্তমান কংগ্রেস সেই ক্ষতকে উসকে দিচ্ছে।

অবকাঠামো প্রসঙ্গে মোদি বলেন, কংগ্রেসের শাসনে ৬০-৬৫ বছরে ব্রহ্মপুত্র নদে মাত্র তিনটি সেতু তৈরি হয়েছিল, কিন্তু তার সরকার গত এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছে। এছাড়া তিনি দাবি করেন, কংগ্রেসের আমলে সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হয়নি, অথচ বর্তমান সরকার পাকিস্তানের মাটিতে প্রবেশ করে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে।

অনুপ্রবেশ ইস্যুতেও কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, কংগ্রেস শুধু ভোটব্যাংক চরিত্রে কাজ করে, অনুপ্রবেশকারীদের রক্ষা করে এবং চায় তারা ভারতের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments