কক্সবাজারে এক ভয়াবহ ঘটনায় স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিরেল চাকমা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ইতোমধ্যেই তাকে আটক করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে কলাতলী বাইপাস সড়কের পাশের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন চাকমা (৫৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা হন। এ সময় তার স্ত্রীকেও জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগী নারীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, আটক বিরেল চাকমা (৫৫) নিহতের স্ত্রীর পূর্বপরিচিত। কয়েকদিন আগে রঞ্জন চাকমা কক্সবাজারে এসে বিরেলের বাসায় অবস্থান করছিলেন। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তারা ওই বাসায় ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিরেল চাকমা কিছুদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। শনিবার রাতে মদ্যপানের সময় বিরেল ও রঞ্জনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিরেল ধারালো দা দিয়ে রঞ্জনের মাথায় আঘাত করে হত্যা করেন এবং পরে নিহতের স্ত্রীকে ধর্ষণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় বিরেল পালানোর চেষ্টা করলে জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।