Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী-এর সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার বিকেল ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় কোনো বিএনপি নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান। খালাসপ্রাপ্ত অন্য চারজন হলেন:

  • চট্টগ্রামের সিইউএফএল-এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার
  • তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কেএম এনামুল হক
  • প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী
  • শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন

এ ছাড়া আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে ১৪ বছর করা হয়। অন্য চারজনের সাজা কমিয়ে ১০ বছর করা হয়।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তারের পর ৭৮ দিন রিমান্ডে ছিলেন।

২০০৭ সালের ২৮ মে আটক হন বাবর। এরপর বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকারের পরিবর্তন ও আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। এর মধ্যে ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড ও ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পান বাবর। ২১ আগস্ট মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments