ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে মায়ের বকুনির পর ১২ বছর বয়সী এক ছেলে আত্মহত্যা করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আত্মহত্যা করা শিশুটির নাম কৃষ্ণ, সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
কৃষ্ণের মা নিশা জানিয়েছেন, গতকাল একটি বিষয় নিয়ে তিনি ছেলেকে বকা দিয়েছিলেন। এরপর তাকে ঘরের ভেতর আটকে রেখে দুপুর ৩টার দিকে তিনি কাজে চলে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখেন তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে।
নিশা তার একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি জানান, তার স্বামী সুনীল নেশা করতেন। সম্প্রতি ঝগড়ার কারণে তিনি স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন এবং এরপর শুধু ছেলেকে নিয়েই থাকতেন।
পুলিশকে নিশা জানিয়েছেন, কৃষ্ণের বাবা সহিংস ছিলেন, যার কারণে আগেও কৃষ্ণ আত্মহত্যার হুমকি দিয়েছিল।
পুলিশ ময়নাতদন্তের জন্য কৃষ্ণের মরদেহ সংগ্রহ করেছে। তার আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পুলিশ ছোট বয়সে কৃষ্ণ কেন এ পথ বেছে নিলো তার কারণ উদঘাটনের চেষ্টা করছে।