রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভূটান, মিয়ানমার, চায়না ও ভারতের কিছু অংশেও কম্পন ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের উৎপত্তি ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তি কম গভীরে হওয়ায় কেন্দ্রস্থলে বিশেষভাবে তীব্র কম্পন অনুভূত হয়েছে।