বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে যে নতুন শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় মানুষদের জন্য উদ্বেগজনক।
রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (ডিইবি) অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী দাবি করেন, সরকারের একটি বড় অংশ জামায়াতকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, কিছু অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে দুইটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডাকসু-জাকসু নির্বাচনে নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করার চেষ্টা করেছে। এছাড়াও, কিছু সরকারের লোকের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একপক্ষীয় ফলাফল প্রদানের চেষ্টা করেছেন। তিনি জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে মুদ্রণের বিষয়েও প্রশ্ন তোলেন।
রিজভী আরও বলেন, বিভিন্ন স্থানে নির্যাতনকারি আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। তিনি জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করেন।