Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeবিনোদনবেকার পুরুষকেও স্বামী হিসেবে নিতে রাজি কোটিপতি তানিয়া, নিজেই রান্না ও যত্ন...

বেকার পুরুষকেও স্বামী হিসেবে নিতে রাজি কোটিপতি তানিয়া, নিজেই রান্না ও যত্ন করবেন

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল নতুন করে আলোচনায় এসেছেন। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। সম্প্রতি সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে আবারও কণ্ঠস্বর তুলে ধরেছেন। তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনার মুখে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শোতে তানিয়া জানিয়েছেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করছেন প্রায় ৮০০ কর্মী। ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে বহু দেহরক্ষী। নিজেকে কোটিপতি হিসেবে পরিচয় দিয়েছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো তার একটি পুরনো সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ওই সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছিলেন, বেকার পুরুষকেও বিয়ে করতে তার কোনও আপত্তি নেই। এমনকি স্বামীর জন্য রান্না করা, তার পা স্পর্শ করে প্রণাম করতেও তিনি রাজি। তিনি বলেন, ‘আমি জানি না আদর্শ সঙ্গী এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমার বিশ্বাস, সম্পর্কের মধ্যে বড়-ছোট বলে কিছু নেই।’

নিজেকে ‘হতাশ প্রেমিকা’ আখ্যা দিয়ে তানিয়া স্মরণ করেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো সময়ের কথা। তিনি বলেন, ‘আমি এমনই ছিলাম যে আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তার হাত মুছিয়ে দেওয়ার জন্য গরম তোয়ালে এনে দিতাম। বিয়ের পরও আমি আমার স্বামীর জন্য একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।’

তিনি আরও বলেন, বিয়েতে ধনী স্বামী খোঁজা তার জন্য অগ্রাধিকার নয়। তার ব্যাখ্যা, ‘আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য উপার্জন করবে। বরং আমি রোজগার করব এবং স্বামীর জন্য রান্নাও করব। পুরুষরাও সংসারে নিশ্চিন্ত থাকতে চায়।’

তানিয়া বলেন, ‘আমি ঘরের সব কাজ জানি। নারীবাদের নামে আমরা স্বামীদের ছাপিয়ে যেতে শুরু করেছি, যা সঠিক নয়। দেবী সীতাও ভগবান রামের চরণ স্পর্শ করেছিলেন।’

সাক্ষাৎকারে তিনি আরও জানান, জীবনের এক সময় ধনী মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন। তখন তার সম্পর্ক ছিল একজন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তির সঙ্গে। তবে সম্পর্ক ভেঙে যায়, কারণ তার প্রাক্তন প্রেমিক মনে করেছিলেন তিনি যথেষ্ট সুন্দর নন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments