Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন

দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে পৌঁছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন বিষয়ক কিছু মতবিনিময়ও হয়েছে।

লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি একাধিকবার আলোচনায় আসেন, কখনও প্রশংসিত হন আবার কখনও সমালোচিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments