ময়মনসিংহে ২০-২২ বছরের কিছু তরুণী ও যুবকের একটি চক্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে ‘টু-লেট ফাঁদ’ দিয়ে প্রতারণা চালাচ্ছে। তারা ফেসবুকে ভাড়া বিজ্ঞাপন দিয়ে নিজেরা বাসা দেখানোর প্রলোভন দেখান। এরপর বাসা দেখতে আসা শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল, মারধর এবং সর্বস্ব লুট করা হয়।
চক্রটি বাসায় আটকানোর আগে তাদের অশ্লীল ভিডিও ধারণ করে হুমকি দেয়, যাতে কেউ ঘটনা প্রকাশ করলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। এছাড়া জিম্মি যুবকদের লিখিত জবানবন্দি নিতে বাধ্য করা হয়, যেখানে তারা খারাপ কাজে জড়িত ছিলেন বলে দেখানো হয়।
সম্প্রতি এই ফাঁদে পড়েন নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান। বাসা দেখতে গেলে তাকে অস্ত্রের মুখে আটকে মারধর করা হয়। তার আইফোন, ল্যাপটপ ও সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে এটিএম বুথ থেকে আরও ২০ হাজার টাকা তোলানো হয়।
নাজমুল ভয় না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই তরুণীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। এদের দুজনই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা। এছাড়া পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও চার তরুণী ও চার তরুণ জড়িত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নগরীতে এমন আরও একাধিক চক্র সক্রিয় রয়েছে, যাদের সঙ্গে বখাটে ছাত্ররাও যুক্ত।
স্থানীয়রা বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং চক্রটির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।