পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এর মাধ্যমে চালকদের আর গাড়ি থামাতে হবে না—নির্দিষ্ট লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপ থেকে ‘ডি-টোল’ অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত ‘আরএফআইডি বুথে’ একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এ প্রক্রিয়া শেষ হলে চালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। তখন স্বয়ংক্রিয়ভাবে টোলের অর্থ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
ভবিষ্যতে শুধু টেপ নয়, অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপকেও এ সেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ চলছে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করছে।