Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলারেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল, ফিফার কাছে যাবে অভিযোগপত্র

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল, ফিফার কাছে যাবে অভিযোগপত্র

লা লিগায় রেফারিদের পক্ষপাতিত্ব নিয়ে প্রায়ই সমালোচনায় থাকে রিয়াল মাদ্রিদ। তবে এবার উল্টো রিয়ালই রেফারিদের বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছে তারা। মূল কারণ—দলের ডিফেন্ডার ডিন হুইসেনের বিতর্কিত লাল কার্ড।

সাম্প্রতিক ম্যাচে সোসিয়েদাদের মাঠে খেলতে নেমে প্রায় পুরোটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও ২-১ গোলে জয় পায় রিয়াল। তবে ম্যাচের ৩২ মিনিটেই বড় ধাক্কা খায় দলটি। বল দখলের লড়াইয়ে সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে ধাক্কা লাগার পর হুইসেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হেসুস হিল মানজানো। যদিও বল পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না ওইয়ারসাবালের, তবু রেফারি এটিকে স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হিসেবে গণ্য করেন।

এই সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ জাবি আলোনসো এবং পান হলুদ কার্ড। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রেফারিকে উদ্দেশ্য করে তার মন্তব্যের ভিডিও, যেখানে তিনি বলেন, “হেসুস, আমি খারাপভাবে ভাবতে চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন। দেখেননি মিলিতাও পাঁচ মিটার দূরে ছিল? অবশ্যই বিষয়টি সিটিএ ও ভিডিও রিভিউতে যাবে।”

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও আলোনসো অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেন, “আমার মতে ওটা হলুদ কার্ড হওয়ার কথা। মিলিতাও কাছেই ছিল, বল নিয়ন্ত্রণে ছিল না, তখনো অনেকটা দূরত্ব বাকি ছিল। রেফারির অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রিপ্লে দেখেও আমার মত পাল্টায়নি।”

এ ঘটনার পর রিয়াল মাদ্রিদ টিভি এক ঘোষণায় জানায়, চলতি মৌসুমের প্রথম চার ম্যাচ ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে তারা। সেই নথি ফিফার কাছে জমা দেওয়া হবে, যাতে স্প্যানিশ ফুটবলে রেফারিংয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফিফা স্পষ্ট ধারণা পায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments