জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান (পুরুষ) ও আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রী) নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। জিএস পদে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট এবং এজিএস (ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট।
ভিপি আব্দুর রশিদ জিতু
জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী। তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামে। তিনি “গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন”-এর আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে প্রথম মার খেয়ে আহত হন তিনি। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরে এসে নিজস্ব প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং জনপ্রিয়তা অর্জন করেন।
জিএস মাজহারুল ইসলাম
মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার গ্রামে। তিনি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে। পড়াশোনার পাশাপাশি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থেকে বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আলোচিত জুলাইযোদ্ধা ও ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বড় ভাই।
এজিএস (ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা
আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন এবং ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক।
এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান
ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। তিনি রক্তদাতা সংগঠন ‘রক্তকণা’র প্রতিষ্ঠাতা সদস্য এবং রেড ক্রিসেন্ট, বাঁধন, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনে আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। একাডেমিক ক্ষেত্রে সিজিপিএ ৩.৭০ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০টার পর ভোট গণনা শুরু হয়ে শেষ হয় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে। এরপর রাতে ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।