Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যজাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মিছিল, জলকামান-সাউন্ড গ্রেনেডে পুলিশের বাধা

জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মিছিল, জলকামান-সাউন্ড গ্রেনেডে পুলিশের বাধা

জাতীয়করণ বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে মিছিল করতে গেলে শিক্ষকদের পথরোধ করে পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে জলকামান ও এক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ভেঙে দেওয়া হয়। এতে শিক্ষকরা পিছু হটে আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments