Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeবিনোদনশাড়ির রঙে নতুন করে মুগ্ধ করলেন রোজা আহমেদ

শাড়ির রঙে নতুন করে মুগ্ধ করলেন রোজা আহমেদ

দেশের বিনোদন অঙ্গনের অন্যতম গ্ল্যামার আইকন রোজা আহমেদ আবারও নিজের স্টাইলিশ লুক দিয়ে আলোচনায় এলেন। নিয়মিত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা রোজা এবার হাজির হলেন রঙিন শাড়িতে, যা মুহূর্তেই জয় করেছে তার অনুসারীদের মন।

এর আগে কখনো ওয়েস্টার্ন পোশাকে, কখনো সালোয়ার বা গাউনে, আবার কখনো বিয়ের শাড়িতে দেখা গিয়েছিল তাকে। তবে এবারকার আবির্ভাব ছিল ভিন্ন ও আকর্ষণীয়। রোববার রাতে তিনি শেয়ার করেন দুটি ছবি, যেখানে তাকে দেখা যায় হালকা ধাঁচের হলুদ শিফন শাড়িতে। শাড়িটির জমিন জুড়ে হলুদ রঙ থাকলেও গোলাপি ও অন্যান্য শিল্পসম্মত নকশা এটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। এর সঙ্গে মানানসই ভি-নেক উজ্জ্বল হলুদ ব্লাউজে সাজিয়েছেন নিজেকে।

তার সাজে ছিল সরলতার ছোঁয়া—স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক আর খোলা চুল মিলিয়ে যেন হয়ে উঠেছেন আরও মোহনীয়। এক ছবিতে চুলে হাত দিয়ে আনমনা ভঙ্গিতে দাঁড়ানো রোজা, আরেকটিতে মৃদু হাসি ছড়ানো চাহনিতে তাকিয়ে আছেন পাশে। শাড়িতে তার এই রূপ ভক্তদের মনে এনেছে বাড়তি উচ্ছ্বাস।

ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভক্তরা মন্তব্যে ভরিয়ে দেন প্রশংসায়—কেউ বলেন, ‘সত্যিকারের সৌন্দর্য’, আবার কেউ প্রশংসা করেন তার শাড়ির রঙিন আবেদন।

ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন রোজা। চলতি বছর জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নাম আরও বেশি আলোচনায় আসে। পাশাপাশি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে ডিগ্রি অর্জন করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’, যা কুইন্সে জনপ্রিয় হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments