Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরহত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানায় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল-কে দুই দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ পাভেলকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম, আর রাষ্ট্রপক্ষের হয়ে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ, এবং পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট ২ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামিরা গুলি চালায়। এতে মামলার বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার এবং সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments