Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিহেফাজত আমিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাল জামায়াত

হেফাজত আমিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাল জামায়াত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সোমবার (১৫ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের ওইদিনের সংখ্যায় প্রকাশিত ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না’—শিরোনামে হেফাজতের আমির যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মনগড়া। তার মতো একজন সম্মানিত আলেমের পক্ষ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামি একটি নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে তারা ইসলামের সেবায় নিয়োজিত। দলটির বহু নেতা-কর্মী ও সমর্থক কওমি মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। জামায়াত কখনো কওমি, দেওবন্দি বা সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেনি—এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না।

এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন। তারা কোনো দিন এ ধরনের মাদরাসার বিপক্ষে কাজ করেননি; বরং এসব প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন। তাই হেফাজতের আমিরের আশঙ্কা সম্পূর্ণ অমূলক ও অসত্য।

বিবৃতিতে তিনি বলেন, প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, জামায়াতকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ এই প্রতিবাদ যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments