গাজায় ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যস্থতায় থাকা কাতারকে ভবিষ্যতে আর টার্গেট করবে না ইসরায়েল—এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের ওপর আর কোনো হামলার নির্দেশ দেবেন না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু কাতারে আর হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ঘনিষ্ঠ মিত্র। এখন থেকে তিনি (নেতানিয়াহু) কাতারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন।”
এর আগে ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াসহ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় ছয়জন নিহত হলেও বেঁচে যান আল হায়া ও হামাসের হাইকমান্ডের সদস্যরা। এ ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ওঠে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে দাবি করেছিলেন, দোহাকে সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র আগে থেকেই সতর্ক করেছিল। তার ভাষায়, “নেতানিয়াহু নিজেই এ হামলার কথা জানিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিফ উইটকফের মাধ্যমে কাতারকে সতর্ক করেন। দোহায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতেও বার্তা পাঠানো হয়েছিল।”
তবে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ভিন্ন কথা। তিনি জানান, “না, আমাকে আগে কিছু জানানো হয়নি। হামলার খবর আমি ঠিক সেভাবেই জেনেছি, যেমনভাবে আপনারা জেনেছেন।”