বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিতভাবে জায়গা করতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ই একমাত্র পথ। পরের ম্যাচে হংকংকে হারানোর পর টানা দুই জয় দিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা, ফলে তাদের সুপার ফোরে ওঠা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, লঙ্কানদের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের সঙ্গে ম্যাচে হারা মানেই বিদায়, আর জিতলেও সুপার ফোর নিশ্চিত করতে হবে নানা সমীকরণের মাধ্যমে।
গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। আফগানিস্তানও ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে বাংলাদেশ এবং তিনটি হারে বিদায় নিশ্চিত হংকং চতুর্থ স্থানে।
বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে প্রথম শর্ত হলো আফগানদের বিপক্ষে ম্যাচ জেতা। শুধু জিতলেই হবে না, গ্রুপের শেষ ম্যাচের ফলও তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।
যদি শ্রীলঙ্কা আফগানদের হারায়, তাহলে তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো ব্যবধানে জিতলেই হবে। কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান—৪। তখন রান রেট বিবেচনায় আসবে। যেহেতু শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয়ই ভালো রান রেটে এগিয়ে রয়েছে, তাই বাংলাদেশকে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে।