যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে পদচ্যুত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ আপিল আদালত বাতিল করেছে। ফলে লিসা কুক ফের নিজ পদে ফিরতে পারছেন এবং তার সামনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
গত ২৫ আগস্ট ট্রাম্প লিসাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে বরখাস্ত করেছিলেন। সেই সময় ট্রাম্পের অনুগত আবাসন খাতের অর্থায়ন বিভাগের পরিচালক বিল পুল্ট অভিযোগ করেছিলেন, লিসা কুক বন্ধকী ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত।
অব্যাহতি আদেশ পাওয়ার পর লিসা কুক আদালতে আপিল করেন। এর আগে ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েলকে সুদের হার কমানোর নির্দেশ মানাতে চাপ দিলে, প্রতিবাদী আচরণের কারণে মে মাসে তাকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা বাস্তবায়িত হয়নি।
সোমবার আপিল আদালতের রায়ে লিসা কুককে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়ার পর সাংবাদিকরা হোয়াইট হাউসে প্রতিক্রিয়া জানতে চাইলেও কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।