পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিত।
হানিয়া তার ভক্ত ও অনুরাগীদের জন্য একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।”
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া ২০১৬ সালে ‘জানান’ রোমান্টিক কমেডি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।