নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে জলদস্যুদের ধাওয়ায় ‘এমভি আবুল কালাম’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। জেলেরা জলদস্যুর আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ট্রলারের ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে সাগরে ভাসছিল।
ঘটনাটি ঘটেছে রোববার সকালেই, নিঝুমদ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে হাতিয়া উপজেলার বাংলা বাজার ঘাটে নিয়ে আসে।
‘এমভি আবুল কালাম’-এর মালিক কালু মাঝি জানান, রোববার সকালেই ট্রলারটি ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। হঠাৎ জলদস্যুরা ট্রলারের পিছন থেকে তাড়িয়ে এসে ধাক্কা দিলে ট্রলারটি মুহূর্তে উল্টে যায় এবং অনেকাংশ ডুবে যায়। জলদস্যুরা চলে যাওয়ার পর জেলেরা ট্রলারের ভেসে থাকা অংশ ধরেই সাগরে ভাসতে থাকে।
কালু মাঝি আরও বলেন, জেলেরা প্রায় ২৪ ঘণ্টা ভাসার পর দুটি মাছ ধরার ট্রলার তাদের পাশ দিয়ে যাওয়ার সময় উদ্ধার করে হাতে বাজার ঘাটে নিয়ে আসে।
হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের নৌ-পুলিশ ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাস্থল নিঝুমদ্বীপ থেকে অনেক দূরে হওয়ায় তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। তাছাড়া নৌ-পুলিশের কোনো শক্তিশালী নৌযান না থাকায় গভীর সমুদ্রে অভিযান চালানো সম্ভব হয়নি।
স্থানীয় জেলেদের মধ্যে এই ঘটনা নিয়ে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।