সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের লখনৌগামী একটি ইন্ডিগো ফ্লাইটে বিমানের টয়লেটে সিগারেট জ্বালানোর চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তি মোহাম্মদ নাসির (৪৩), পেশায় শ্রমিক। তিনি নেশার প্রভাবে টয়লেটে লুকিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করেন। তবে কেবিন ক্রুরা সিগারেটের গন্ধ পেয়ে তাকে হাতে ধরে ফেলেন। ফ্লাইট অবতরণের পর তাকে বিমানবন্দর কর্তৃপক্ষে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, নাসির লখনৌর পুরোনো বাসিন্দা। তাকে জনসাধারণকে বিরক্ত করার অভিযোগে ৩৪ ধারায় মামলা করা হয়েছে। বর্তমানে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হবে, যিনি পরবর্তী নির্দেশ দেবেন।
বিমানে সিগারেট জ্বালানো গুরুতর ঝুঁকিপূর্ণ, কারণ বদ্ধ কেবিনে কৃত্রিম অক্সিজেন সরবরাহ হয়। ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ কেবিনে ছড়িয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। ধোঁয়া যদি ইলেকট্রনিক্স বা দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তাহলে আগুনের সম্ভাবনা থাকে। এ ধরনের পরিস্থিতি বিমানের জরুরি অবতরণের প্রয়োজন তৈরি করতে পারে এবং ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত করে।