মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাজধানীর এমআরটি লাইন-৬-এর আওতাধীন স্টেশনগুলোতে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র আগামী ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরটি লাইন-৬-এর আওতায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত (আগারগাঁও ও কারওয়ান বাজার ছাড়া) ১৪টি মেট্রো স্টেশনে এসব দোকান ভাড়া দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্রগুলো ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের লেভেল-৫ এ অবস্থিত ডিএমটিসিএল-এর সম্মেলন কক্ষে খোলা হবে। এ সময় আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।