চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা।
আসরের আগে বাংলাদেশের অবস্থান ছিল ১০ নম্বরে, আর আফগানিস্তানের ৯ নম্বরে। গতকালকের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট আফগানদের সমান ২২২ হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে, আর আফগানিস্তান নেমে গেছে ১০ নম্বরে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ১২,২২৩, আফগানিস্তানের ৮,২১৩।
বাংলাদেশ এশিয়া কাপ শুরু করেছিল জয় দিয়ে, কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে যাওয়ার পথ কিছুটা জটিল হয়ে পড়ে। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর ফলে এখনও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে যেতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয়ী হলে সহজেই সুপার ফোর নিশ্চিত হবে, অন্যথায় রানরেটের জটিল সমীকরণ মেলাতে হবে।