Friday, October 3, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরকুয়াকাটায় নারী পর্যটকদের গোপনে ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরের এক মাসের কারাদণ্ড

কুয়াকাটায় নারী পর্যটকদের গোপনে ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরের এক মাসের কারাদণ্ড

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণের দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাসিন্দা রুবেল পেশায় মুদি দোকানি হলেও বিভিন্ন বিষয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। সেদিন সৈকতে তিনি নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ধারণ করছিলেন এবং অশ্লীল মন্তব্য করছিলেন।

সৈকতের ফটোগ্রাফার কাওছার জানান, প্রথমে মনে হয়েছিল রুবেল হয়তো নিজের পরিবারের ভিডিও করছেন। কিন্তু পরে লক্ষ্য করি তিনি একে একে পুরো সৈকতে ঘুরে অশ্লীল ভিডিও ধারণ করছেন। তখন তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দিই।

ডাব বিক্রেতা মেহেদী হাসান বলেন, হৈচৈ শুনে গিয়ে দেখি তার মোবাইলে অর্ধশতাধিক অশ্লীল ভিডিও রয়েছে। এরপরই স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনার পর উপস্থিত অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে যদি নিরাপত্তা না পাই, তবে কুয়াকাটায় আর আসা সম্ভব নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, রায়ের পর দণ্ডপ্রাপ্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। পর্যটকদের হয়রানি করলে যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments